ভাষা
১. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?
ক. শব্দ খ. ছবি
গ. ইঙ্গিত ঘ. ভাষা
২. অর্থপূর্ণ ধ্বনিকে কী বলে?
ক. ভাষার প্রাণ
খ. বর্ণের প্রাণ
গ. বাক্যের প্রাণ
ঘ. অক্ষরের প্রাণ
৩. স্থান, কাল ও সমাজভেদে কিসের রূপভেদ দেখা যায়?
ক. ধ্বনির
খ. বর্ণের
গ. অক্ষরের
ঘ. ভাষার
৪. কিসের সাহায্যে ধ্বনির সৃষ্টি হয়?
ক. মুখের সাহায্যে
খ. বাগ্যন্ত্রের সাহায্যে
গ. প্রযুক্তির সাহায্যে
ঘ. ফুসফুসের সাহায্যে
৫. একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কী তৈরি হয়?
ক. ভাষা খ. ধ্বনি
গ. শব্দ ঘ. বাক্য
৬. ধ্বনির অর্থপূর্ণ মিলনে কী গঠিত হয়?
ক. বর্ণ খ. বর্ণমালা
গ. শব্দ ঘ. বাক্য
৭. চাকমা জনগোষ্ঠীর ভাষার নাম কী?
ক. চাংমা খ. চাংগমা
গ. চাঙমা ঘ. চাকমা
৮. গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে?
ক. সাচিক খ. আচিক
গ. উচিক ঘ. মাচিক
৯. পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত রয়েছে?
ক. আড়াই হাজার
খ. তিন হাজার
গ. সাড়ে তিন হাজারের কাছাকাছি
ঘ. চার হাজারের কাছাকাছি
১০.পৃথিবীতে কত লোকের মুখের ভাষা বাংলা?
ক. ৩০ কোটি
খ. প্রায় ৩০ কোটি
গ. ৩০ কোটির কম
ঘ. ৩০ কোটির বেশি
সঠিক উত্তর
ভাষা: ১.ঘ ২.ক ৩.ঘ ৪.খ ৫.ঘ ৬.গ ৭.ক ৮.খ ৯.গ ১০.খ
শরীফুল ইসলাম শরীফ, সিনিয়র শিক্ষক , আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা
এই অধ্যেয়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন
এই বিষয়ের প্রকাশিত পূর্বের অংশ