পড়ে পাওয়া
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও
আরাফাতের ইচ্ছা, সে আমেরিকায় যাবে। কিন্তু তার সামর্থ্য নেই। একদিন ট্রেনে শরিফ সাহেবের সঙ্গে তার পরিচয় হলো। শরিফ সাহেব ট্রেন থেকে নামার সময় ভুলে তাঁর ব্যাগটি ফেলে যান। আরাফাত ব্যাগটি তুলে নেয়। ব্যাগের ভেতর ১০ লক্ষ টাকার একটি চেক। আরাফাত ভাবে, তার আমেরিকায় যাওয়ার ইচ্ছা এবার পূরণ হলো। কিন্তু রাতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখল, তার বাবা তাকে বলছেন, ‘আরাফাত, আমি তোকে অন্যের টাকা আত্মসাৎ করার জন্যে মানুষ করিনি।’ আরাফাত চেকটি ফেরত দিয়ে দিল।
৩১. উদ্দীপকের আরাফাতের মধ্যে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন বিশেষ দিকটি ফুটে উঠেছে?
ক. আত্মসাৎ খ. অকল্যাণ
গ. সততা ঘ. সিদ্ধান্তহীনতা
৩২. উল্লিখিত তুলনা যে মানদণ্ডে বিচার করা যায়—
i. ন্যায়বোধ ও কর্তব্যপরায়ণতা
ii. আদর্শ মানসিকতা ও নীতিবোধ
iii. সংশয় ও সংকটবোধ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩. ‘দিব্যি’ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়?
ক. শপথ খ. বিশ্বাস
গ. সংশয় ঘ. প্রতিনিয়ত
৩৪. ধানের খড়ের স্তূপের সঙ্গে নিচের কোন শব্দটির সম্পর্ক রয়েছে?
ক. অপ্রতিভ খ. বিচালিগাদা
গ. চৌকিদার ঘ. কাপালি
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও
একটা মুঠোফোনের সখ সাকিবের। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী বাবা কিনে দিতে পারেন না। একদিন সাকিব রেললাইনের ধারে একটি মুঠোফোন কুড়িয়ে পায়। বাসায় সবাইকে দেখায় ওটা। বাবা সাকিবকে ফোনটার মালিকের সন্ধান করে ফেরত দিতে বলেন। সাকিব মাইকিং করে ফোনের মালিকের খোঁজ করে সেটি ফেরত দেয়।
৩৫. উদ্দীপকের সাকিব এবং ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের মানসিকতার মূল ভিত্তি কী?
ক. অন্যায় খ. সংশয়
গ. সততা ঘ. পরোপকার
৩৬. গুপ্ত মিটিং কোথায় বসল?
ক. ভাঙা নাটমন্দিরের কোণে
খ. তেঁতুলগাছের তলায়
গ. মন্দিরের সামনে
ঘ. বিচালিগাদার কোণে
৩৭. বাক্স খোঁজার জন্য কাগজে কোন বাড়ির কথা উল্লেখ করা হয়েছে?
ক. রায়বাড়ি খ. চাটুয্যেবাড়ি
গ. বাড়ুয্যেবাড়ি ঘ. মুখুয্যেবাড়ি
৩৮. বাড়ুয্যেদের মাঠের বাগানে চাঁপাতলীর আম এ অঞ্চলে বিখ্যাত কেন?
ক. বড় বড় বলে
খ. অধিক মিষ্টি বলে
গ. কাঁচামিঠা বলে
ঘ. প্রচুর পাওয়া যায় বলে
৩৯. বিধু কেন বাদলকে কাগজে লিখতে
বলল?
ক. বাদল লিখতে আগ্রহী ছিল বলে
খ. বাদলের হাতের লেখা ভালো বলে
গ. অন্যরা লিখতে পারত না বলে
ঘ. অন্যরা লিখতে আগ্রহী ছিল না বলে
৪০. ‘আমরা তেঁতুলগাছের গুঁড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম।’ কেন কিশোরেরা গুঁড়ির আড়ালে আশ্রয় নিল?
ক. ভূতের ভয় থেকে বাঁচার জন্য
খ. বৃষ্টির ঝাপটা থেকে বাঁচার জন্য
গ. টিনের বাক্স নিয়ে করণীয় বিষয়ে দ্বিধাবোধের কারণে
ঘ. টিনের বাক্সপ্রাপ্তি নিয়ে গোপনে আলোচনা করতে
সঠিক উত্তর
পড়ে পাওয়া: ৩১.গ ৩২.খ ৩৩.ক ৩৪.খ ৩৫.গ ৩৬.ক ৩৭.ক ৩৮.খ ৩৯.গ ৪০.খ
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন