অষ্টম শ্রেণি – বাংলা | পড়ে পাওয়া : বহুনির্বাচনি প্রশ্ন

পড়ে পাওয়া

১.‘পড়ে পাওয়া’ রচনাটির লেখক কে?

ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

খ. মানিক বন্দ্যোপাধ্যায়

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৯০ খ. ১৮৯৩

গ. ১৮৯৪ ঘ. ১৮৯৫

৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?

ক. ১৯৪০ খ. ১৯৫০

গ. ১৯৬০ ঘ. ১৯৭০

৪. কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল?

ক. চাটুয্যেদের

খ. মুখুয্যেদের

গ. বাড়ুয্যেদের

ঘ. গাঙ্গুলিদের

৫. চাঁপাতলীর আমের ব্যাপারে এত আগ্রহের কারণ—

i. প্রচুর পাওয়া যায়

ii. খেতে অত্যন্ত সুস্বাদু

iii. নির্বিঘ্নে কুড়ানো যায়

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬. লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত ‘দিব্যি’ শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি?

ক. শপথ খ. বিশ্বাস

গ. সংশয় ঘ. অনবরত

নিচের উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

স্কুলের ঝাড়ুদার শচী। পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি দামি ঘড়ি পেল। তার লোভ হলো। ভাবল, ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে। কিন্তু রাতে ঘুমাতে গিয়ে মনে হলো, এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি, তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য। সে পরদিন তা–ই করল।

৭. শচীর সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রের মিল রয়েছে?

ক. বাদল খ. বিধু

গ. কথক ঘ. সিধু

৮. উল্লিখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার করা যায়?

i. ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ

ii. লোকলজ্জার ভয়ে ভীত

iii. অকল্যাণ চিন্তায় তাড়িত

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে কে বাড়ি ফিরছিল?

ক. লেখক আর বিধু

খ. লেখক আর বাদল

গ. বিধু আর সিধু

ঘ. বিধু আর বাদল

১০. বাক্সটিতে নগদ কত টাকা ছিল?

ক. চল্লিশ খ. পঞ্চাশ

গ. ষাট ঘ. সত্তর

সঠিক উত্তর

পড়ে পাওয়া: ১.ক ২.গ ৩.খ ৪.গ ৫.খ ৬.ক ৭.গ ৮.ক ৯.ক ১০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

পূর্ববর্তী দিনের পড়া