রূপালী ব্যাংকের মাসব্যাপী ভার্চ্যুয়ালি ব্যবসায়িক সম্মেলন শুরু
রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক লিমিটেডের মাসব্যাপী ব্যবসায়িক সম্মেলন ভার্চ্যুয়াল কার্যক্রমের মাধ্যমে গত রোববার শুরু হয়েছে। প্রথম পর্যায়ে করপোরেট শাখাগুলো ব্যবসায়িক সম্মেলনে অংশ নেয়।
প্রথম দিনে রূপালী সদন করপোরেট ও মতিঝিল করপোরেট শাখা এতে অংশ নেয়। কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় ব্যবস্থাপনা পরিচালক ফরেন রেমিট্যান্স বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট শাখাগুলোর প্রতি নির্দেশনা প্রদান করেন। এ ছাড়া তিনি আমানত বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, খন্দকার আতাউর রহমান, অরুণ কান্তি পাল ও জিএম মো. শফিকুল ইসলামসহ প্রধান কার্যালয়ের সব জিএম, সিএফও শওকত জাহান খান এফসিএমএ, ঢাকা দক্ষিণের জিএম মোহাম্মদ জাহাঙ্গীর, রূপালী সদন করপোরেট শাখার ডিজিএম সাখাওয়াত হোসেন, মতিঝিল করপোরেট শাখার ডিজিএম সরোয়ার হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। বিজ্ঞপ্তি