আগামী অর্থবছরে সাড়ে ৭% প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাড়ে ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি বলেছে, আগামী অর্থবছরে তা বেড়ে সাড়ে ৭ শতাংশ হতে পারে। করোনা পরিস্থিতি কাটিয়ে আগামী অর্থবছরে দেশের অথর্নীতি পুনরুদ্ধারের পথে যাবে বলে আশা করছে এই দাতা সংস্থাটি।
আজ বৃহষ্পতিবার এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সম্পূরক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। গত এপ্রিলে প্রকাশিত এডিপির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের মূল প্রতিবেদনে ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল। তখন অবশ্য করোনার প্রভাব হিসাবে আনা হয়নি। তখন বলা হয়েছিল, করোনার ক্ষয়ক্ষতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য-উপাত্ত পাওয়া গেলে বাংলাদেশ সম্পর্কে প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করা হবে।
আজ প্রকাশিত সম্পূরক প্রতিবেদনে এডিবি আশা প্রকাশ করেছে, আগামী অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে (প্রথম ছয় মাস) অর্থনীতি ক্রমান্বয়ে পুনরুদ্ধারের দিকে যাবে। যা সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।
এডিবি অবশ্য বলছে, করোনা মহামারি পরিস্থিতি তিন মাস চলার পর অর্থনৈতিক কর্মকাণ্ড আবার স্বাভাবিক হতে শুরু করলেই সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হতে পারে।
এডিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, আগামী অর্থবছরের প্রবৃদ্ধির বিষয়টি নির্ভর করছে কীভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়ন হয়, তার ওপর। কৃষক ও ছোট উদ্যোক্তাদের সহায়তা দিতে হবে।
আরেক দাতা সংস্থা বিশ্বব্যাংক বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। আগামী অর্থবছরে তা ১ শতাংশে নেমে আসতে পারে।
সরকার চলতি অর্থবছরে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে। আগামী অর্থবছরে ৮ দমমিক ২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে সরকার।