করোনার কারণে পেছাল এডিবির বার্ষিক সভা
করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সভা সাড়ে চার মাস পিছিয়ে গেছে। আগামী ২ থেকে ৫ মে কোরিয়ায় এডিবির ৫৩তম বার্ষিক সভা অনুষ্ঠানের কথা ছিল। গতকাল শুক্রবার ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এডিবির বোর্ড সভায় বার্ষিক এই পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এডিবির ওয়েবসাইট সূত্রে এই খবর পাওয়া গেছে।
বোর্ড সভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবারের এডিবির বার্ষিক সভা দুই দফায় অনুষ্ঠিত হবে। প্রথম দফায় আগামী ২৫ মে এডিবির সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। সেখানে এডিবির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এই অনুষ্ঠানে বিদেশি প্রতিনিধিরা অংশ নেবেন না। শুধু সদর দপ্তরে কর্মরত এডিবির সদস্য দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। পরে ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পূর্বনির্ধারিত বার্ষিক সভা অনুষ্ঠিত হবে কোরিয়ার ইনচন শহরে। সেখানে এডিবির বোর্ড অব গভর্নররা, অর্থাৎ সদস্য দেশের অর্থমন্ত্রীরা অংশ নেবেন।
এর আগে করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় গত সপ্তাহে আরেক দুই দাতা সংস্থা বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন যৌথ সভাও বাতিল করা হয়েছে। আগামী ১৭ থেকে ১৯ এপ্রিল এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এখন ওই সময়ে ওই সভা ভার্চ্যুয়াল উপায়ে করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে সদস্য দেশের প্রতিনিধিরা অনলাইনে অংশ নিতে পারবেন।