বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনে টাউন হল মিটিং করল পদ্মা ব্যাংক
বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে টাউন হল মিটিং করল পদ্মা ব্যাংক লিমিটেড। এতে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম এবং কৌশলগত কর্মপন্থা প্রণয়নসহ সার্বিক প্রবৃদ্ধির বিষয় আলোচিত হয়।
গতকাল শনিবার দিনব্যাপী মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয় এই টাউন হল মিটিং। পদ্মা ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
মিটিংয়ে খেলাপি ঋণ আদায়, ভবিষ্যৎ পরিকল্পনা, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহকসেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। এ ছাড়া ভিশন ২০২০-এর রোডম্যাপ ঘোষণা করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
মো. এহসান খসরু বলেন, ঘুরে দাঁড়িয়েছে পদ্মা ব্যাংক। নতুন বছরে অত্যন্ত আকর্ষণীয় সব নতুন প্রোডাক্ট নিয়ে সম্পূর্ণ নতুন ডিজিটাল প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আসছে পদ্মা ব্যাংক। অচিরেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে চতুর্থ প্রজন্মের সবচেয়ে আধুনিক ব্যাংকটি।
অনুষ্ঠানে ২১ জন কর্মকর্তাকে ব্যবসায়ে উল্লেখযোগ্য অবদানের জন্য স্বীকৃতি হিসেবে ‘পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
মো. এহসান খসরুর সভাপতিত্বে পদ্মা ব্যাংক পর্ষদ চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ। পদ্মা ব্যাংকের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন তামিম মারজান হুদা, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল-ইসলাম, রূপালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন ব্যক্তিরাসহ ৫৭ শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।