২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো নতুন উড়োজাহাজ

ইউএস-বাংলার নতুন উড়োজাহাজ। ছবি: সংগৃহীত
ইউএস-বাংলার নতুন উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলার বহরে সম্পূর্ণ নতুন একটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। নেক্সট জেনারেশন এয়ারক্রাফট এটিআর-৭২-৬০০ নামে এই উড়োজাহাজ দিয়ে দেশের মধ্যে যাত্রীসেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা জানিয়েছে, নেক্সট জেনারেশন এয়ারক্রাফটের এই মডেলটি সর্বাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। এই মডেলের উড়োজাহাজ বর্তমানে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, মালয়েশিয়ান এয়ারলাইনস, মালিন্দো এয়ার, লায়ন এয়ার ব্যবহার করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইউএস-বাংলা এয়ারলাইনসের নতুন উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, কক্সবাজার, সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে। বর্তমানে অভ্যন্তরীণ রুট ছাড়াও ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়ানজু, মাস্কাট ও দোহায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। সম্প্রতি এয়ারলাইনস সেফটি রেটিংস সাইটে স্থান করে নিয়েছে বেসরকারি এই বিমান সংস্থাটি।