সার্কুলেশন

দেশের দৈনিক পত্রিকার বাজার মূলত দুই ভাগে বিভক্ত। ১০ টাকার বাজার এবং ৫ টাকার বাজার। ১০ টাকা বা এর চেয়ে বেশি দামের পত্রিকার মোট বাজারের প্রায় দুই–তৃতীয়াংশ এবং বিভিন্ন দামের সব পত্রিকার মোট বাজারের প্রায় এক-তৃতীয়াংশ প্রথম আলোর।

প্রথম আলো দেশের সবচেয়ে বহুল প্রচারিত দৈনিক পত্রিকা। ন্যাশনাল মিডিয়া সার্ভে বা জাতীয় গণমাধ্যম জরিপ অনুসারে, প্রথম আলোর ছাপা পত্রিকার দৈনিক পাঠকসংখ্যা ৫০ লাখ (সূত্র: এনএমএস ২০২১, ক্যান্টার এমআরবি), যা সব পত্রিকার মধ্যে সর্বোচ্চ। আর সপ্তাহে অন্তত এক দিন পড়েন—এমন পাঠক বিবেচনা করলে পাঠকসংখ্যা ১ কোটি ৮ লাখ। জনগোষ্ঠীর বিভিন্ন আর্থসামাজিক স্তরের কাছে গ্রহণযোগ্যতার বিচারে প্রথম আলো অদ্বিতীয়। প্রচারসংখ্যায় অন্যদের সঙ্গে এর দূরত্ব অনেক।

পাঁচটি আর্থসামাজিক স্তরের সব কটিতেই প্রথম আলোর পাঠকের হার সর্বোচ্চ। আয়ের নিরিখেও সমাজের উচ্চ আয়ের মানুষের মধ্যে প্রথম আলোর জনপ্রিয়তায় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। প্রথম আলোর সংবাদপত্র বিতরণের নেটওয়ার্ক দেশের মধ্যে সবচেয়ে বড়। ৫৬২টি এজেন্ট পয়েন্ট ও সাড়ে ১০ হাজারের বেশি হকার সারা দেশে পাঠকের মধ্যে প্রথম আলো ছড়িয়ে দিচ্ছেন। সারা দেশের আনাচকানাচে সকাল সকাল পত্রিকাটি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া—দেশের এই তিন স্থান থেকে পত্রিকাটি ছাপা হয়।

প্রথাগত খুচরা বিতরণ নেটওয়ার্কের বাইরে প্রথম আলোর করপোরেট সাবস্ক্রিপশনের ব্যবস্থা আছে। বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী ও প্রতিষ্ঠানকে প্রথম আলো এই সেবা দিয়ে থাকে। বিশেষ উপলক্ষেও এই সেবা দেওয়া হয়।

দৈনিক প্রথম আলোর পাশাপাশি কিশোর আলো, বিজ্ঞানচিন্তা ও বর্ণিল–এর মতো বিভিন্ন সাময়িকীও পাঠকেরা নিতে পারেন। এসব বিষয়ে তথ্য কিংবা পুরোনো কোনো সংখ্যা পেতে চাইলে পাঠকেরা এই নম্বরে যোগাযোগ করতে পারেন: +৮৮ ০১ ৯৫৫ ৫৫২০৯৭

এ ছাড়া পত্রিকা ঠিকমতো না পেলে বা যেকোনো অভিযোগ করতে হলে যোগাযোগ করুন: +৮৮ ০১ ৯৫৫৫৫২০৯৮