আদমজী ক্যান্টনমেন্ট কলেজে দশম গ্রেডে চাকরির সুযোগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস সুপার (প্রশাসনিক) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম: অফিস সুপার (প্রশাসনিক)
পদসংখ্যা: ১
যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে পারদর্শী হতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
বয়স
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও (ক্লার্ক) পদবির ব্যক্তিদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৫০ বছর।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মুঠোফোন নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও সদ্য তোলা এক কপি রঙিন ছবি পাঠাতে হবে।
আবেদন ফি
যেকোনো শিডিউল ব্যাংক থেকে ৮০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) করতে হবে। রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: অধ্যক্ষ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট।
আবেদনের শেষ সময়: ৯ জানুয়ারি ২০২৫।