আন্তর্জাতিক সংস্থায় চাকরি, সর্বোচ্চ বেতন ২ লাখ ৪৩ হাজার, আছে বিয়ের জন্য ছুটি
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকায় ফিন্যান্স হেড অব ডিপার্টমেন্ট পদে কর্মকর্তা নিয়োগ দেবে। ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ফিন্যান্স হেড অব ডিপার্টমেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: ফিন্যান্স, অ্যাকাউন্টিং বা অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি ডিগ্রি থাকতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন (ফুল/পার্টলি) থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো প্রতিষ্ঠানে সিনিয়র ফিন্যান্স ম্যানেজার পদে অন্তত চার থেকে ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক সংস্থায় অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফিন্যান্সিয়াল স্ট্যাটিসটিকস ও অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বিষয়ে জানাশোনা থাকতে হবে। অ্যাকাউন্টিং ও রিপোর্টিং সফটওয়্যার এসএজিএ এবং মাইক্রোসফট অফিস প্যাকেজের কাজ জানতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
কাজের ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ২,১২,৪০০ থেকে ২,৪৩,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ছুটির সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।