রাজউক নেবে ২১৯ জন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) লোক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২৫টি পদে মোট ২১৯ জনকে নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউ। অনলাইনে অস্থায়ী পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৩ ডিসেম্বর থেকে। আবেদন করা যাবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা
সহকারী প্রকৌশলী (সিভিল) ১২
সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ০৩
সহকারী পরিচালক-১২
সহকারী পরিচালক (রিসার্চ ও ডকুমেন্টেশন) ০১
সহকারী অথরাইজড অফিসার-১০
সহকারী নগর–পরিকল্পনাবিদ-১১
সহকারী স্থপতি-০১
সহকারী আইন কর্মকর্তা-০২
উপসহকারী প্রকৌশলী (সিভিল)-১০
উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)-০৩
প্রধান ইমারত পরিদর্শক-১২
হিসাবরক্ষক-০১
তত্ত্বাবধায়ক-০৪
এস্টেট পরিদর্শক-০৩
কানুনগো-০১
ইমারত পরিদর্শক-৫৯
নথিরক্ষণ কর্মকর্তা-০৬
সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০৩
নিরীক্ষক-০১
উচ্চমান সহকারী-০৯
সাঁট-মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর-১২
ফটোগ্রাফার-০১
সার্ভেয়ার-৩৭
অপারেটর-০৩
লিফটম্যান-০২

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

চাকরি আবেদনের বয়স
নিয়োগ বিজ্ঞপ্তিতে ৩০ বছর পূর্ণ হওয়া প্রার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে এ বছরের ২৫ মার্চ যাঁদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তাঁদের আবেদনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনের আলোকে রাজউকের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছরের ২৫ মার্চ ২০২০ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর হতে হবে।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://rajuk.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে ২২ ডিসেম্বর পর্যন্ত জমা দিতে পারবেন।

রাজউক নেবে ২১৯ জন.pdf