জাদুঘরে সরকারি চাকরি, পদ ১০৫, আবেদন ফি ২২৪
বাংলাদেশ জাতীয় জাদুঘর, আহসান মঞ্জিল জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও ওসমানী জাদুঘরের জন্য রাজস্ব খাতভুক্ত স্থায়ী ও অস্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই ৫ প্রতিষ্ঠানে ১০৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠান: বাংলাদেশ জাতীয় জাদুঘর, ঢাকা
১. পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। বাজেট প্রণয়নসহ হিসাব পরিচালনা কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)২. পদের নাম: ঊর্ধ্বতন ফটোগ্রাফার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি; এবং ফটোগ্রাফি ও প্রসেসিং কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)৩. পদের নাম: প্রকাশনা অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। প্রিন্টিং টেকনোলজি, প্রুফ রিডিং ও প্রকাশনামূলক কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
৪. পদের নাম: সহকারী প্রশাসনিক কর্মকর্তা
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি ও প্রশাসনিক কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)৫. পদের নাম: সহকারী পরিকল্পনা অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, পরিসংখ্যান, ব্যবস্থাপনা বা গণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মানসহ) স্নাতকোত্তর ডিগ্রি।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)৬. পদের নাম: রেপ্লিকা ম্যানুফ্যাকচার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। ভাস্কর্য ও মডেল তৈরিতে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৭. পদের নাম: প্রদর্শক প্রভাষক
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। ইংরেজিতে কথোপকথনে পারদর্শিতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।৮. পদের নাম: রেজিস্ট্রেশন সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক ডিগ্রি। লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা/ সার্টিফিকেট অথবা জাদুঘরের নিদর্শনাদি রেজিস্ট্রেশনের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৯. পদের নাম: সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে সার্টিফিকেট। লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।১০. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি/ সমমান পাস। প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় ২০ ও ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার অপারেটিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।১১. পদের নাম: হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে এইচএসসি/ সমমান পাস। প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় ২০ ও ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার অপারেটিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
১২. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি/ সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং ইলেকট্রিক লাইসেন্সিং বোর্ডের লাইসেন্স প্রাপ্ত হতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।১৩. পদের নাম: পাম্প মিস্ত্রি
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: দশম শ্রেণি পর্যন্ত অধ্যয়নসহ পাম্প মেশিন চালনায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।১৪. পদের নাম: প্লাম্বার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ে বেসিক ট্রেড কোর্স সার্টিফিকেট।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
১৫. পদের নাম: লিফট অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে বেসিক ট্রেড কোর্স সার্টিফিকেট। যাত্রীবাহী বা মালবাহী লিফট পরিচালনায় দুই বছরের অভিজ্ঞতা।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।১৬. পদের নাম: মেইন অডিটরিয়াম অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি/ সমমান পাস।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।১৭. পদের নাম: চিলড্রেন অডিটরিয়াম অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি/ সমমান পাস।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
১৮. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।১৯. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ৪৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।২০. পদের নাম: মালি
পদসংখ্যা: ৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।২১. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: আহসান মঞ্জিল জাদুঘর, ঢাকা
১. পদের নাম: কিপার (অস্থায়ী)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রত্নতত্ত্ব, শিল্পকলার ইতিহাস, নৃ-বিজ্ঞান, ফোকলোর, সমাজবিজ্ঞান, বাংলা, চারুকলা, ইংরেজি, লাইব্রেরি সায়েন্স, গণযোগাযোগ, সাংবাদিকতা, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিবেশবিজ্ঞান, ভূগোল, মৃত্তিকা-পানি ও পরিবেশ, ভূতত্ত্ববিদ্যা, রসায়নবিদ্যা, ফলিত রসায়নবিদ্যা, সংরক্ষণ বিজ্ঞান বা মিউজিওলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি; কোনো জাদুঘর বা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে ১৮ বছর চাকুরির অভিজ্ঞতা; কোনো বিষয়ভিত্তিক জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন পাঁচটি গবেষণামূলক প্রকাশনা। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রত্নতত্ত্ব, শিল্পকলার ইতিহাস, নৃ-বিজ্ঞান, ফোকলোর, সমাজবিজ্ঞান, বাংলা, চারুকলা, ইংরেজি, লাইব্রেরি সায়েন্স, গণযোগাযোগ, সাংবাদিকতা, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, ভূগোল, মৃত্তিকা-পানি ও পরিবেশ, ভূতত্ত্ববিদ্যা, রসায়নবিদ্যা, ফলিত রসায়নবিদ্যা, সংরক্ষণ বিজ্ঞান বা মিউজিওলজি বিষয়ে এমফিল ডিগ্রি; কোনো জাদুঘর বা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা; এবং কোনো বিষয়ভিত্তিক জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন পাঁচটি গবেষণামূলক প্রকাশনা; অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রত্নতত্ত্ব, শিল্পকলার ইতিহাস, নৃ-বিজ্ঞান, ফোকলোর, সমাজবিজ্ঞান, বাংলা, চারুকলা, ইংরেজি, লাইব্রেরি সায়েন্স, গণযোগাযোগ, সাংবাদিকতা, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিবেশবিজ্ঞান, ভূগোল, মৃত্তিকা-পানি ও পরিবেশ, ভূতত্ত্ববিদ্যা, রসায়নবিদ্যা, ফলিত রসায়নবিদ্যা, সংরক্ষণ বিজ্ঞান বা মিউজিওলজি বিষয়ে পিএইচডি ডিগ্রি; কোনো জাদুঘর বা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা পদে ১২ বছরের চাকরির অভিজ্ঞতা; এবং কোনো বিষয়ভিত্তিক জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন পাঁচটি গবেষণামূলক প্রকাশনা।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫)২. পদের নাম: হিসাবরক্ষক (অস্থায়ী)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। হিসাব কর্মে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৩. পদের নাম: অভ্যর্থনাকারী (অস্থায়ী)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি/ সমমান পাস। ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।৪. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (অস্থায়ী)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি/ সমমান পাস। প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় ২০ ও ইংরেজিতে ২৮ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার অপারেটিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ৩০ বছর
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।৬. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ৫
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।৭. পদের নাম: মালি
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম
১. পদের নাম: লাইব্রেরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।২. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
৩. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।৪. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহ
১. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।২. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
বয়স: ৩০ বছর।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ওসমানী জাদুঘর, সিলেট
১. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস। প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ৩০ বছর। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যেকোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা
২০২২ সালের ৯ জুন আবেদনকারীর বয়স ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক থেকে ১২১ নম্বরে অথবা [email protected] বা [email protected] ঠিকানায় ই–মেইল করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৪ টাকাসহ মোট ২২৪ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৪ জুন ২০২২ থেকে আগামী ১৩ জুলাই ২০২২, বিকেল ৫টা পর্যন্ত।