আন্তর্জাতিক সংস্থায় ঢাকার বাইরে চাকরি, আছে আবাসন সুবিধা
আন্তর্জাতিক সংস্থা এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি খুলনায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই–মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: সাইকোলজি/চিলড্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিলেশন/সমাজকর্ম/সমাজকল্যাণ/ সমাজবিজ্ঞান/ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/শ্রেণির নিচে থাকা যাবে না। সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টর/বেসরকারি সংস্থায় বিশেষ করে শিশুদের নিয়ে কাজ করা সংস্থায় প্রজেক্ট ম্যানেজমেন্টে চার থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ ই–মেইল ও ইন্টারনেট ব্যবহার জানতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
কর্মস্থল: এসওএস চিলড্রেনস ভিলেজ খুলনা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৪০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। পরিবারসহ থাকার জন্য আবাসন সুবিধা আছে। এ ছাড়া প্রবেশনকাল ছয় মাস শেষে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচ্যুইটি, সন্তানদের শিক্ষা ভাতা ও গ্রুপ ইনস্যুরেন্সের সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর পূরণ করে কভার লেটারসহ [email protected] ঠিকানায় ই–মেইল করতে হবে। চাকরির নির্ধারিত আবেদন ফরম এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।
আবেদন পাঠানোর শেষ সময়: ২৮ জুন ২০২২।