একশনএইডে ঢাকায় চাকরি, বেতন ৯২,৬৪২

প্রতীকী ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইক্যুইটি ইউনিটে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

  • পদের নাম: ডেপুটি ম্যানেজার
    ইউনিট: উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইক্যুইটি
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান বা ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিও বিবেচনা করা যেতে পারে। পার্টনারশিপ ম্যানেজমেন্ট, উইমেন ও অ্যাডোলেসেন্ট ইস্যুতে অন্তত চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডকুমেন্টেশন ও রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে। রিসার্চ, অ্যাডভোকেসি ও ক্যাম্পেইনের ব্যাপারে জানাশোনা থাকতে হবে। ফ্যাসিলিটেশন ও অ্যাডভাইজরি দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক মোট বেতন ৯২,৬৪২ টাকা। এর সঙ্গে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল সুবিধা ও গ্রুপ লাইফ ইনস্যুরেন্সের সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর একশনএইডের ওয়েবসাইটের এই লিংকে লগইন করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২২।