জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাষক, সহকারী শিক্ষক, প্রশাসনিক সহকারী ও অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হবে।

  • ১. পদের নাম: প্রভাষক (পদার্থ)
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা

  • ২. পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা)
    পদসংখ্যা: ২ (রসায়ন ও সমাজবিজ্ঞান)
    বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

  • ৩. পদের নাম: সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা)
    পদসংখ্যা: ১ (সংগীত)
    বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০ টাকা

  • ৪. পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক শাখা)
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

  • ৫. পদের নাম: প্রশাসনিক সহকারী
    পদসংখ্যা: ১
    বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

  • ৬. পদের নাম: অফিস সহকারী
    পদসংখ্যা:
    বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

অন্যান্য সুবিধা
বেতনের বাইরে অন্যান্য সুবিধা যেমন বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, আউটফিট ভাতা, উৎসব ভাতা, নববর্ষ ভাতা ইত্যাদি প্রতিষ্ঠানের বিধি মোতাবেক দেওয়া হবে। চাকরি স্থায়ী হওয়া সাপেক্ষে উৎসাহ ভাতা, শিক্ষা ভাতা, গ্র্যাচুইটি, ভবিষ্য ও কল্যাণ তহবিলের সুবিধা দেওয়া হবে। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নির্ধারিত পোশাক এবং বাসা বরাদ্দ দেওয়া হবে।

যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি এবং যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় প্রভাষক পদের জন্য ১০০০ টাকা, সহকারী শিক্ষক (মাধ্যমিক শাখা) পদের জন্য ৭৫০ টাকা, সহকারী শিক্ষক (প্রাথমিক) পদের জন্য ৭০০ টাকা এবং প্রশাসনিক সহকারী ও অফিস সহকারী পদের জন্য ৫০০ টাকার পে–অর্ডার/ব্যাংক ড্রাফট পাঠাতে হবে। অধ্যক্ষ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অনুকূলে অথবা দ্য ট্রাস্ট ব্যাংক লিমিটেড জালালাবাদ সেনানিবাস শাখা জেসিপিএসসি ফান্ড হিসাব নম্বর ০০১১০৩২০০০০০৮১–এর অনুকূলে আবেদন ফি জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বরের মধ্যে আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি অধ্যক্ষ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রে মুঠোফোন নম্বর ও খামের ওপরে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

নিয়োগ পরীক্ষা
এই নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলোর পরীক্ষা আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য কোনো প্রকার প্রবেশপত্র এবং টিএ/ডিএ প্রদান করা হবে না।