বাংলাদেশ সংবাদ সংস্থায় চাকরির সুযোগ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ অনুযায়ী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে লোক নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে।

  • পদের নাম: সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর
    পদসংখ্যা:
    যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক পাস এবং সিসকো সার্টিফিকেশন (সিসিএনপি) থাকতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং কম্পিউটার নেটওয়ার্কিং কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন স্কেল: ২৮,৬৬৫-৫২,৯৬৫ টাকা
    বয়স: আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর।

যেভাবে আবেদন
প্রার্থীকে পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ অফিস চলাকালীন ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ৬৮/২, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২২।

আরও পড়ুন