বেসরকারি গবেষণা সংস্থায় চাকরি, বেতন বছরে পৌনে পাঁচ লাখের বেশি

প্রতীকী ছবি: প্রথম আলো

বেসরকারি গবেষণা সংস্থা হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র ই–মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট—জেনারেল (মিড–লেভেল পজিশন)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বা ডেভেলপমেন্ট স্টাডিজ/উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ/নৃবিজ্ঞান/অর্থনীতি/পপুলেশন সায়েন্সে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪–এর স্কেল কোনোভাবেই ৩–এর নিচে থাকা যাবে না। রিসার্চ বা সার্ভে সেন্টার/উন্নয়ন সংস্থা/জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন থেকে চার বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। রিসার্চ ও কনসালটেন্সিতে কোনো প্রশিক্ষণ থাকলে এবং রিসার্চ জার্নালে কোনো পাবলিকেশন থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। প্রেজেন্টেশন, রিপোর্ট ও প্রোপোজাল প্রস্তুতে দক্ষ হতে হবে। কোয়ারটিটেটিভ ডেটা, টেবিল, গ্রাফ ও কোয়ালিটেটিভ স্ক্রিপ্টে দক্ষতা থাকতে হবে। প্রজেক্ট ভিজিটের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: বছরে বেতন ৪,২০,০০০–৪,৮০,০০০ টাকা (প্রথম চার মাস প্রবেশনকাল)। প্রবেশনকাল শেষে বেতন আলোচনা সাপেক্ষে হবে। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস ও গ্র্যাচুইটির সুযোগ আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কভার লেটার, পাবপোর্ট সাইজের রঙিন ছবি ও দুটি রেফারেন্সসহ সিভি [email protected] এই ঠিকানায় ই–মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে Application for the Senior Research Associate (Mid-level Position) উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২২।