বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ২ লাখ ১৬ হাজার

মডেল: নাহিদা আহমেদ
ছবি: প্রথম আলো

বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে উপজেলা নিউট্রিশন সুপারভাইজার, কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: উপজেলা নিউট্রিশন সুপারভাইজার, কনসালট্যান্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: নিউট্রিশন বা মেডিসিনে স্নাতক ডিগ্রি থাকতে হবে। নিউট্রিশন বা হেলথে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক সংস্থার নিউট্রিশন বা হেলথ বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাঠপর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো উপজেলা
বেতন: মাসিক বেতন ২,১৬,০০০ টাকা (কাজের ওপর ভিত্তি করে)

আবেদন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদনপত্র (ইংরেজিতে লেখা), কভার লেটার, সিভিসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে। মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৬ জুলাই ২০২৩।

আরও পড়ুন