যমুনা ব্যাংকে একাধিক পদে চাকরির সুযোগ

মডেল: রিয়াদ ও রূপাছবি: খালেদ সরকার

বেসরকারি যমুনা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশনে (আইসিটিডি) ৯ ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম ও বিবরণ
১. কোর ব্যাংকিং অফিসার (অফিসার টু এফইও)
২. ডাটাবেজ ম্যানেজমেন্ট (ইউপি টু এভিপি)
৩. নেটওয়ার্ক অফিশিয়ালস (ইউপি টু এভিপি)
৪. সিস্টেম অফিশিয়ালস (এসইও টু এফএভিপি)
৫. প্রজেক্ট ম্যানেজমেন্ট (এক্সিকিউটিভ অফিসার টু এভিপি)
৬. আইটি সিকিউরিটি (এক্সিকিউটিভ অফিসার টু এফএভিপি)
৭. সার্ভিস ডেস্ক (এক্সিকিউটিভ অফিসার টু এফএভিপি)
৮. কোয়ালিটি অ্যাসুরেন্স (এক্সিকিউটিভ অফিসার টু এফএভিপি)
৯. সফটওয়্যার ডেভেলপমেন্ট (এক্সিকিউটিভ অফিসার টু এফএভিপি)
যোগ্যতা: সব পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, আইটি বা এ–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পিএমপি, সিআইএসএসপি, সিসিএনএ সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এভিপি পদের জন্য ব্যাংকিং আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছর; এফএভিপি পদের জন্য ব্যাংকিং আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর; এসইও পদের জন্য ব্যাংকিং আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত সাত বছর; ইও এবং এফইও পদের জন্য ব্যাংকিং আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছর এবং অফিসার পদের জন্য ব্যাংকিং আইটি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ও অন্যান্য তথ্য এই লিংকে জানা যাবে।
বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের যমুনা ব্যাংকের ক্যারিয়ার-সংক্রান্ত ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৪।

আরও পড়ুন