মার্কিন সংস্থায় চাকরি, বছরে বেতন ১৬ লাখ ৯৪ হাজার

মডেল: রিয়াদ ও নীলাছবি: খালেদ সরকার

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে এসআরএইচআর টেকনিক্যাল কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এসআরএইচআর টেকনিক্যাল কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: পাবলিক হেলথ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ সেক্টরে অন্তত চার থেকে ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ (এসআরএইচ) প্রোগ্রাম, বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিং ও এমআর বা পিএসি প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যানিটারিয়ান সেটিংসে এক থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: কক্সবাজার অফিস
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: বছরে বেতন ১৬ লাখ ৯৪ হাজার ৬২৮ টাকা।
সুযোগ-সুবিধা: বেতন ছাড়া প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, কর্মী ও তাঁর সঙ্গী বা সঙ্গিনীর স্বাস্থ্যবিমা ও জীবনবিমার সুযোগ আছে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ ডিসেম্বর ২০২৪।

আরও পড়ুন