ওয়ালটনে চাকরি, আছে পিতৃত্বকালীন ছুটি, লভ্যাংশ ও নানা ভাতা

মডেল: হাদীছবি: খালেদ সরকার

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম): সোলার ইনভার্টার পদে শুধু পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার (টিএসএম): সোলার ইনভার্টার

পদসংখ্যা: ১৫

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইইই/সিএসই বিষয়ে বিএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আইটি, অটোমোটিভ বা ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিতে সেলস, বিজনেস ডেভেলপমেন্ট বা চ্যানেল ম্যানেজমেন্টে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। লক্ষ্য পূরণে অবিচল থাকতে হবে। মার্কেট ট্রেন্ড অ্যানালাইজের দক্ষতা থাকতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

বয়স: ২০ থেকে ৩০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন: আলোচনা সাপেক্ষে

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, বছরে দুটি উৎসব বোনাস, মুঠোফোন বিল, লভ্যাংশ, পারফরম্যান্স বোনাস, বিমা, স্বাস্থ্য ও ভ্রমণের ভাতা, সার্ভিস বেনিফিট, ইনসেনটিভ, জন্মদিন-যোগদান ও বিদায়ী উপহার, রক্তদানের কারণে ছুটি, পিতৃত্বকালীন ছুটি ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪।

আরও পড়ুন