সিলেটে ২৩৩ পদে সরকারি চাকরির সুযোগ
সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ১০ পদে ২৩৩ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ২৩ জুলাই থেকে।
পদের নাম ও পদসংখ্যা
১. ফার্মাসিস্ট-৩
২. মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব:)-১৬
৩. মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল)-৫
৪. পরিসংখ্যানবিদ-৪
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-১৭
৬. স্টোর কিপার-৯
৭. ডাটা এন্ট্রি অপারেটর-১
৮. ওয়ার্ড মাস্টার-১
৯. গাড়ি চালক-৮
১০. স্বাস্থ্য সহকারী-১৬৯
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা। আবেদনের সব শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরি আবেদনের বয়স
চাকরিতে আবেদনের বয়স এ বছরের ২২ জুনে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন শেষ কবে
আগ্রহী প্রার্থীরা আগামী ১২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।