ইডকল নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি, বেতন ৬৩,৯৭০, লাগবে না অভিজ্ঞতা

মডেল: নাহিদা আহমেদ
ছবি: প্রথম আলো

নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বা ফিন্যান্স বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সর্বনিম্ন সিজিপিএ–৩ থাকতে হবে। এমএস অফিসের কাজ জানতে হবে এবং অ্যাকাউন্টিং সফটওয়্যার সম্পর্কে জানাশোনা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
    বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬৩ হাজার ৯৭০ টাকা। এ ছাড়া উৎসব বোনাস, এলএফএ, গ্র্যাচুইটিসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইডকলের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৩ মে ২০২৩।

আরও পড়ুন