বিপিইএমসিতে চাকরির সুযোগ, মূল বেতন ৭৫,০০০

মডেল: ইয়াসফি ও হাদী
ছবি: খালেদ সরকার

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পাওয়ার ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (বিপিইএমসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/ শ্রেণি সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। পাওয়ার সেক্টর ও এনার্জি সেক্টর ইউটিলিটিসে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিজিএম (টেকনিক্যাল) পদমর্যাদার নিচের স্তরে নয় এমন পদে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাওয়ার সিস্টেমে অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ও প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টে অভিজ্ঞ হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। টিপিএম, টিকিউএম, প্রিভেনটেভি মেইনটেন্যান্স ও করপোরেট গভর্ন্যান্স বিষয়ে জানাশোনা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল ও কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে।

আরও পড়ুন

বয়স: ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি সর্বোচ্চ ৫০ বছর।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক মূল বেতন ৭৫,০০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিপিইএমসির ওয়েবসাইটে এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
বিপিইএমসি অফিস, সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স (পঞ্চম তলা), প্লট-৯, ব্লক-এফ, টঙ্গী, গাজীপুর।

আবেদনের শেষ সময়: ৬ ফেব্রুয়ারি ২০২৩।

আরও পড়ুন