একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসে চাকরি, বেতন স্কেল ৩৬,০০০-৫১,০৫০

মডেল: মোনালিসা মুন্নি
ছবি: প্রথম আলো

বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (একাডেমিক উইং অব বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে সহকারী পরিচালক (প্রশাসন) পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন)
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি/ বেসরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান/ আর্থিক প্রতিষ্ঠান/ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
    বেতন স্কেল: ৩৬,০০০–৫১,০৫০ টাকা।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বিএএসএম, জীবন বীমা টাওয়ার (১৫তম তলা), ১০ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ৮ ফেব্রুয়ারি ২০২৪।