টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকসহ একাধিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহযোগী অধ্যাপক (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং)
বিভাগ: ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং
পদসংখ্যা: ১
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি বা সমমানের ডিগ্রিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাত বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সহকারী অধ্যাপক বা এর ওপরের পদে অন্তত তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত চারটি প্রকাশনা থাকতে হবে, এর মধ্যে স্বীকৃত জার্নালে অবশ্যই দুটি প্রকাশনা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি বা সমমানের ডিগ্রিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে এমফিল ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সহকারী অধ্যাপক বা এর ওপরের পদে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত চারটি প্রকাশনা থাকতে হবে, এর মধ্যে স্বীকৃত জার্নালে অবশ্যই দুটি প্রকাশনা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং/টেক্সটাইল টেকনোলজি বা সমমানের ডিগ্রিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং/টেকনোলজিতে এমএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ১৪ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সহকারী অধ্যাপক বা এর ওপরের পদে অন্তত ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অন্তত চারটি প্রকাশনা থাকতে হবে, এর মধ্যে স্বীকৃত জার্নালে অবশ্যই দুটি প্রকাশনা থাকতে হবে।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা
২. পদের নাম: বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার
বিভাগ: অর্থ ও হিসাব দপ্তর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমতুল্য জিপিএ/সিজিপিএসহ কমার্স/ব্যবসা প্রশাসনে কমপক্ষে মাস্টার্স ডিগ্রিধারী এবং হিসাব ও বাজেটসংক্রান্ত কাজে সহকারী বাজেট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার/সহকারী অ্যাকাউন্টস অফিসার বা সমমানের পদে অফিসার হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, এক্সেল এবং ডেটাবেজের কাজে অভিজ্ঞ ও সক্ষম হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৩. পদের নাম: ডেভেলপমেন্ট অফিসার
বিভাগ: পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমতুল্য জিপিএ/সিজিপিএসহ কমার্স/ব্যবসা প্রশাসনে কমপক্ষে মাস্টার্স/বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট কাজে অফিসার হিসেবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, এক্সেল ও ডেটাবেজের কাজে অভিজ্ঞ ও সক্ষম হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা৪. পদের নাম: মেডিকেল অফিসার
বিভাগ: হেলথ সেন্টার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রিসহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদধারী হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
৫. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা
বিভাগ: হল প্রভোস্টের দপ্তর
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক/মাস্টার্স ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজি ভাষায় ভালো লিখনী ক্ষমতাসহ কম্পিউটার (এমএস ওয়ার্ড/এক্সেল/পাওয়ার পয়েন্ট/একসেস) পরিচালনায় সক্ষম হতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
৬. পদের নাম: মেডিকেল সহকারী
বিভাগ: হেলথ সেন্টার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাসসহ তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স পাস হতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা৭. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: সব পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে কমপক্ষে যথাক্রমে ২৫ ও ৩৫ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। দাপ্তরিক কাজসহ কম্পিউটার (এমএস ওয়ার্ড/এক্সেল/পাওয়ার পয়েন্ট/একসেস) পরিচালনায় অভিজ্ঞ ও সক্ষম হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা৮. পদের নাম: ল্যাব সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
৯. পদের নাম: ড্রাইভার (হেভি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি পানসহ হালকা/ভারী গাড়ি চালানোর লাইসেন্সধারী হতে হবে। গাড়ি মেরামতের অভিজ্ঞতাসহ বাংলা ও ইংরেজিতে লগ বই লেখার সামর্থ্যসম্পন্ন হতে হবে। পাঁচ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
১০. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৪
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাসসহ বিশ্বস্ত ও শক্ত কাজ করার সামর্থ্য সম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা১১. পদের নাম: সিকিউরিটি গার্ড
পদসংখ্যা: ৪
যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাসসহ বিশ্বস্ত ও শক্ত কাজ করার সামর্থ্যসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংক থেকে জীবন বৃত্তান্তের ফরম্যাট সংগ্রহ করে পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সব (সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টসহ) ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র দাখিল করতে হবে।
১ নম্বর পদের জন্য ৭ সেট, ২ থেকে ৫ নম্বর পদের জন্য ৫ সেট এবং ৬ থেকে ১১ নম্বরর পদের জন্য ২ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র দাখিল করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে চরিত্র–সম্পর্কিত প্রশংসাপত্র এবং চাকরিরত হলে নিয়োগকারী কর্তৃপক্ষের কাছ থেকে বেতন স্কেল উল্লেখপূর্বক অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। আবেদনপত্রে ও খামের ওপর সুস্পষ্টভাবে পদের নামসহ বিষয় উল্লেখ করতে হবে।
আবেদন ফি
সোনালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে অনলাইনের মাধ্যমে ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, হিসাব নম্বর-০১২৪২০০০-২১৮৩, সোনালী ব্যাংক লিমিটেড, তেজগাঁও শি/এ শাখা, ঢাকা’–এর অনুকূলে ১ থেকে ৪ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ৫ নম্বর পদের জন্য ৫০০ টাকা, ৬ নম্বর পদের জন্য ৩০০ টাকা, ৭ থেকে ৯ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১০ ও ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা পাঠাতে হবে। কস্ট মেমোর মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮।
আবেদনের শেষ সময়: ৩ অক্টোবর ২০২৩।