কারিতাস বাংলাদেশে চাকরি, বেতন ১ লাখ ২০ হাজার
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ঢাকায় কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ল্যান্ডস্লাইড আরলি ওয়ার্নিং সিস্টেম (এলইডব্লিউএস) কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং/আরবান প্ল্যানিং/জিওগ্রাফি/অর্থনীতি/ডিজাস্টার ম্যানেজমেন্টে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিউম্যানিটারিয়ান কো-অর্ডিনেশন মেকানিজম বা ডিআরআর প্রোগ্রাম/প্রকল্পে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ রেডক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কোনো প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। চট্টগ্রাম পার্বত্য অঞ্চল ও কক্সবাজারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক ও যোগাযোগে দক্ষ হতে হবে। উপস্থাপনা ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: অস্থায়ী (চুক্তিভিত্তিক)
কর্মস্থল: কারিতাস সেন্ট্রাল অফিস, ঢাকা
বেতন: ১,২০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। এই লিংকে আবেদন করার ভিডিও টিউটরিয়াল দেখা যাবে। কারিগরি সহযোগিতায় [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট ২০২৩