আইসিডিডিআরবিতে চাকরি, বছরে বেতন ২৩ লাখের বেশি
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: ডেপুটি প্রজেক্ট কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস ডিগ্রিসহ পাবলিক হেলথ, হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ইকোনমিকস, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জিওবি, পাবলিক হেলথ প্রোগ্রামস বা সরকারি অংশীদারি প্রতিষ্ঠানে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা আছে)
কর্মস্থল: ঢাকা
বেতন: বছরে বেতন ২৩,১৫,৫৫০ টাকা।
সুযোগ-সুবিধা: সন্তান ভাতা (মাসে সন্তানপ্রতি ১ হাজার ৯১৭ টাকা), প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস ও আয়কর, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের চিকিৎসাসুবিধা, জীবনবিমা, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে কেয়ার-সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৪ ফেব্রুয়ারি ২০২৩।