সরকারি প্রতিষ্ঠানে ১০ম–১৩তম গ্রেডে চাকরির সুযোগ
বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট রামু কক্সবাজারের রাজস্ব খাতের অধীন একাধিক অস্থায়ী পদে জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে ১০ম থেকে ১৩তম গ্রেডে ১৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
১. পদের নাম: জিআইএস অ্যানালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞান/পরিসংখ্যান/ভূগোল/নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিসহ জিআইএস ম্যাপিংয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)
২. পদের নাম: ডাটা অ্যানালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/সমাজবিজ্ঞান/ভূগোল/গণিত/নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রিসহ ডাটা প্রসেসিং ও কম্পিউটার পরিচালনায় অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)৩. পদের নাম: সাব–অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৪. পদের নাম: নার্স
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পাসসহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অথবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)
৫. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৬. পদের নাম: রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৮
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন প্রথম বিভাগে এইচএসসি বা সমমান বা প্রথম বিভাগে এসএসসি বা সমমান পাস।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
বয়সসীমা
প্রার্থীদের বয়স ২০২৩ সালের ১০ ডিসেম্বর উল্লিখিত বয়সসীমার মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের সরকার নির্ধারিত চাকরির আবেদন ফরম স্বহস্তে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ অফিস চলাকালীন সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফরমের নমুনা নোটিশ বোর্ড ও ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা অফিস থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা চার কপি ৫ বাই ৫ সেন্টিমিটার সাইজের সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে। আবেদন ফরমে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যপ্রমাণের জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ (যদি থাকে), জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ এবং অন্যান্য রেকর্ডপত্রের এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে। সব সার্টিফিকেট ও রেকর্ডপত্রের ফটোকপি সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সত্যায়নকারী কর্মকর্তার সিলে অবশ্যই নাম ও পদবি উল্লেখ থাকতে হবে। খামের ওপর প্রার্থীর নিজের নাম, ঠিকানাসহ আবেদনকৃত পদের নাম এবং নিজ জেলার নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে। প্রার্থীর যোগাযোগের ঠিকানাসংবলিত ৯.৫ ইঞ্চি বাই ৪.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিটসহ আবেদনপত্রের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। ২০২২ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী উল্লিখিত পদে যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের আর আবেদন করার প্রয়োজন নেই। আগের আবেদন যাচাই–বাছাই করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হবে।
আবেদন ফি
মহাপরিচালক, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, রামু, কক্সবাজারের অনুকূলে ২০০ টাকার অফেরতযোগ্য যেকোনো তফসিলি ব্যাংকে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের নম্বর ও তারিখ এবং ইস্যুকৃত ব্যাংক ও শাখার নাম আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট, লিয়াজোঁ অফিস, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স (৭ম তলা), আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭।
আবেদনের শেষ সময়: ১৪ জানুয়ারি ২০২৪।