বিমানে ইন্টার্নশিপ, মৌখিক পরীক্ষা ২৪ অক্টোবর

প্রতীকী ছবি: প্রথম আলো

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে পেইড ইন্টার্ন পদে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উৎপাদন শাখায় ইন্টার্ন ভর্তির জন্য ব্যবহারিক পরীক্ষায় যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। কনফারেন্স রুম, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার, কুর্মিটোলা, ঢাকায় পরীক্ষা হবে।

আরও পড়ুন

যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে, সেগুলো হলো—ব্যবহারিক পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের মূল কপি, ট্রেড কোর্স সার্টিফিকেট এর মূল কপি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সার্টিফিকেটের মূল কপি, জাতীয় পরিচয়পত্র ও জন্মসনদের মূল কপি, মেয়র/চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি, বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সন্তানের সন্তানদের ওয়ারিশান সনদ।

মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে

আরও পড়ুন