মার্কিন সংস্থায় চাকরি, বেতন বছরে ১০ লাখ ৩০ হাজার
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইপাস বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ভাসানচরে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: অ্যাসোসিয়েট টু—প্রোগ্রাম কো–অর্ডিনেশন
পদসংখ্যা: ১
যোগ্যতা: কমিউনিকেশন, পাবলিক হেলথ, বিহেভিয়েরাল সায়েন্স, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসবিসি প্রোগ্রাম ডিজাইন, ইমপ্লিমেন্টেশন ও মনিটরিংয়ে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক হেলথ কমিউনিকেশন, এডুকেশন বা এসবিসি প্রোগ্রামে তিন বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
কর্মস্থল: ভাসানচর
বেতন: বছরে ১০ লাখ ৩০ হাজার ৫৬০ টাকা।
সুযোগ–সুবিধা: উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মীর স্বামী/স্ত্রীসহ স্বাস্থ্যসুবিধা, জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।