একশনএইডে চাকরি, বেতন ১ লাখ ৫৪ হাজার

মডেল: হাদী
ছবি: খালেদ সরকার

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কক্সবাজারে সিসিসিএম প্রকল্পে ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: ম্যানেজার-ক্যাম্প ম্যানেজমেন্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। মানবাধিকার বা কোনো উন্নয়ন সংস্থায় ম্যানেজারিয়াল পদে কাজ করার অভিজ্ঞতাসহ অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিসিসিএমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্থানীয় ভাষা জানা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ফিল্ড অপারেশন ও ক্যাম্প লেভেল প্রোগ্রাম বাস্তবায়ন সম্পর্কে জানাশোনা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ডাটা ম্যানেজমেন্ট ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: টেকনাফ, কক্সবাজার
বেতন: মাসিক মোট বেতন ১,৫৪,৩২৭ টাকা। এর সঙ্গে মেডিকেল-সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৮ জুলাই ২০২৩।

আরও পড়ুন