নন–ক্যাডারে পছন্দের পদ নির্বাচনের সুযোগ দেবে পিএসসি

ফাইল ছবি

সরকারের নতুন নন–ক্যাডার বিধির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন দ্রুত সময়ে ৪০তম বিসিএসে নন–ক্যাডারের চাকরিপ্রার্থীদের নিয়োগের চিন্তা আছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি)। এরই অংশ হিসেবে অপেক্ষমাণ চাকরিপ্রার্থীদের পছন্দের পদ নির্বাচনের জন্য ১০ দিন সময় বেঁধে দিতে পারে পিএসসি।

পিএসসি সূত্র জানিয়েছে, পদ নির্বাচনের কাজ শেষ হলেই চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। তবে সেটি অল্প সময়ের মধ্যেই যাতে হয়, সে চেষ্টা করছে পিএসসি।

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, ‘৪০তম বিসিএসে নন-ক্যাডারে থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগের সুপারিশ দ্রুততম সময়ের মধ্যে করতে পারলে আমি খুব খুশি হব। আমরা ১০ দিনের মতো সময় দেব তাঁদের। তাঁরা তাঁদের পছন্দের পদ নির্বাচন করতে পারবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে আমরা নিয়োগের সুপারিশ করব। এ-সংক্রান্ত বিভিন্ন কাজ আমরা এগিয়ে রেখেছি। আমরা তাঁদের নিয়োগের বিষয়ে অত্যন্ত আন্তরিক ও তৎপর। শেষ সময় পর্যন্ত চেষ্টা থাকবে সবাই যেন ভালো কিছু পান।’

পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, ‘৪০তম বিসিএসে নন-ক্যাডারে থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগের সুপারিশ দ্রুততম সময়ের মধ্যে করতে পারলে আমি খুব খুশি হব। আমরা ১০ দিনের মতো সময় দেব তাঁদের। তাঁরা তাঁদের পছন্দের পদ নির্বাচন করতে পারবেন। এরপর দ্রুততম সময়ের মধ্যে আমরা নিয়োগের সুপারিশ করব। এ-সংক্রান্ত বিভিন্ন কাজ আমরা এগিয়ে রেখেছি। আমরা তাঁদের নিয়োগের বিষয়ে অত্যন্ত আন্তরিক ও তৎপর। শেষ সময় পর্যন্ত চেষ্টা থাকবে সবাই যেন ভালো কিছু পান।’

আরও পড়ুন

নন–ক্যাডেরের চাকরিতে অপেক্ষমাণ প্রার্থীরা দ্রুত সময়ে নিয়োগের দাবি জানিয়েছেন। প্রার্থীদের একজন প্রথম আলোকে বলেন, ‘আমরা ঈদের আগে সুপারিশের দাবি জানিয়েছিলাম। পরিবারের সদস্যরাও ঈদের আগে আমাদের ভালো সংবাদের অপেক্ষায় আছেন। পিএসসির কাছে আমাদের অনুরোধ, দ্রুত সময়ে আমাদের নিয়োগের সুপারিশ যাতে করা যায়, সে ব্যবস্থা করতে। আমরা চাকরির সুপারিশের অপেক্ষাতে দিন গুণছি। সুপারিশের পরও আবার নিয়োগ পেতেও সময় লেগে যাবে। এখানেও যাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করে সরকার, সেই অনুরোধ থাকবে সরকারের কাছে।’

আরও পড়ুন
আরও পড়ুন