কমিউনিটি ব্যাংকে নিয়োগ, পদায়ন ঢাকায়

ছবি: সাবিনা ইয়াসমিন

বেসরকারি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ব্যাংকটি রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে ‘অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ জুলাইয়ের মধ্য আবেদন করতে পারবেন। এমএস অফিসে জানতে হবে। চটপটে, দলে কাজ করার মানসিকতা এবং বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগদক্ষতা থাকতে হবে। তবে অ্যানালিস্ট পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, তা নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা

যেকোনো বিষয়ে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক পরীক্ষায় কোনো তৃতীয় বিভাগ থাকা যাবে না। আবেদনকারী প্রার্থীদের মধ্য যাঁরা এফআরএম, সিএফএ ও সিইআরএম, তাঁরা অগ্রাধিকার পাবেন।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

চাকরির অভিজ্ঞতা

যেকোনো বাণিজ্যিক ব্যাংকে ২ থেকে ৭ বছরের কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে।

ব্যাংকে চাকরি অনেক তরুণেরই লক্ষ্য। মডেল: ইশা
প্র স্টুডিও

বেতন

ফুলটাইম এ চাকরির বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

কর্মস্থল

রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের ‘অ্যানালিস্ট’ পদে যে কেউ চাকরি পেলে তাঁকে ঢাকায় কাজ করতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। হার্ড কপি গ্রহণযোগ্য হবে না। আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন