ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরি, দুই দিন ছুটি, বেতন প্রায় সোয়া লাখ

মডেল: ইয়াসফি ও হাদী
ছবি: খালেদ সরকার

ঢাকার ব্রিটিশ হাইকমিশন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকায় এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ডেপুটি হাইকমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ডেপুটি হাইকমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর
    পদসংখ্যা:
    যোগ্যতা: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র অফিসার হিসেবেও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান বা কূটনৈতিক মিশনে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। তথ্যপ্রযুক্তির বিষয়ে উচ্চ দক্ষতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। ড্রাফটিংয়ে পারদর্শী হতে হবে। সাংগঠনিক দক্ষতার পাশাপাশি স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হতে হবে। চাহিদা অনুযায়ী কাজ করতে সক্ষম হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৬ ঘণ্টা
বেতন: মাসিক বেতন ১,২২,৭৪৫ টাকা
সুযোগ-সুবিধা: সপ্তাহে দুই দিন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১২ এপ্রিল ২০২৩।