চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে নিয়োগ, পদ ২৫

ছবি: খালেদ সরকার

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে ১১ ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদন করতে হবে।

১. পদের নাম: আইটি অফিসার
পদসংখ্যা: ১ আবেদনের যোগ্যতা: সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা বা ডিপ্লোমা–ইন–কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। হার্ডওয়্যার, নেটওয়ার্ক, ইন্টারনেট, ওয়াই–ফাই, পিসি, প্রিন্টার ইত্যাদি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা

২. পদের নাম: অভ্যর্থনাকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ২
আবেদনের যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০–৩০,২৩০ টাকা

৩. পদের নাম: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২
আবেদনের যোগ্যতা: সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে তিন বছর মেয়াদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট
পদসংখ্যা: ২
আবেদনের যোগ্যতা: সরকারি স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০–২৭,৩০০ টাকা

আরও পড়ুন

৫. পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ২
যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এইচএসসি পাস
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা

আরও পড়ুন

৭. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট স্টোরকিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি পাস
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৮. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং যানবাহন চালনায় লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা

৯. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

১০. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৬
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং সশস্ত্র বাহিনীর সেপাই বা সমপর্যায়ের পদে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

১১. পদের নাম: মালি
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস এবং দুই বছরের অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা

ছবি: এআই দিয়ে তৈরি

যেভাবে আবেদন

নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণের পর ডাকযোগে পাঠাতে হবে। অফিসে সরাসরি বা হাতে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের নমুনা বেপজার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

চিফ মেডিকেল অফিসার, চট্টগ্রাম ইপিজেড হাসপাতাল, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম ইপিজেড।

আবেদন ফি

১ নম্বর পদের জন্য ২০০ টাকা, ২–৪ নম্বর পদের জন্য ১৫০ টাকা, ৫–৮ নম্বর পদের জন্য ১০০ টাকা ও ৯–১১ নম্বর পদের জন্য ৫০ টাকা।

আবেদনের শেষ সময়
৩০ এপ্রিল ২০২৫।