নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরির সুযোগ
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে মোট পাঁচজন কর্মী নেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের ২৪ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী ক্যাশিয়ার (নারীদের জন্য সংরক্ষিত)
পদসংখ্যা: ২ (কম/বেশি হতে পারে)
যোগ্যতা: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০–এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
বেতন: ১৮,৩০০-৪৬,২৪০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা রয়েছে।
২. পদের নাম: ডেটা এন্ট্রি অপারেটর (নারীদের জন্য সংরক্ষিত)
পদসংখ্যা: ২ (কম/বেশি হতে পারে)
যোগ্যতা: এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০–এর মধ্যে কমপক্ষে ২.৫০ থাকতে হবে এবং সিজিপিএ ৪.০০–এর মধ্যে কমপক্ষে ২.২৫ থাকতে হবে।
বেতন: ১৮,৩০০-৪৬,২৪০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা রয়েছে।
৩. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১ (কম/বেশি হতে পারে)
যোগ্যতা: প্রার্থীকে সাবলিলভাবে বাংলা লেখা, পড়াসহ কমপক্ষে ইংরেজি শব্দ ও সংখ্যা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। পাঁচ বছরের গাড়ি চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১৬,৬০০-৪১,৯৫০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা রয়েছে।
যেভাবে আবেদন
প্রার্থীকে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর ওয়েবসাইট অথবা বাংলাদশে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট থেকে এ৪ সাইজের আবেদন ফরম ডাউনলোড করে সংগ্রহ করতে হবে। সংগৃহীত আবেদন ফরম নিজ হাতে পূরণ করে যেকোনো তফসিলি ব্যাংকের যেকোনো শাখা থেকে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করে আবেদনপত্র পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
সিনিয়র জেনারেল ম্যানেজার, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২, সাওঘাট, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। নির্ধারিত আবেদন ফরম ব্যতীত অন্য কোনো আবেদন ফরমে/ সাদা কাগজে/ টাইপকৃত/ সরাসরি (হাতে হাতে) কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র পাঠানোর শেষ সময়: ২৪ জুলাই, ২০২৩।