একশনএইডে ঢাকায় চাকরি, বেতন ৮১ হাজার

মডেল: মোনালিসা মুন্নি
ছবি: প্রথম আলো

আন্তর্জাতিক সাহায্য সংস্থা একশনএইড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ঢাকা অফিসে রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস ইউনিটে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • পদের নাম: সিনিয়র অফিসার—রেজিলিয়েন্স অ্যান্ড ক্লাইমেট জাস্টিস
    পদসংখ্যা:
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ডিজাস্টার অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা ডেভেলপমেন্ট স্টাডিজে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি থাকতে হবে। ক্লাইমেট চেঞ্জ–সংক্রান্ত পলিসি অ্যানালিসিস, পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিংয়ে প্রশিক্ষণ থাকতে হবে। কোনো উন্নয়ন সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন থেকে চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক মোট বেতন ৮১,০০৪ টাকা। এর সঙ্গে উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মেডিকেল–সুবিধা, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স এবং মোবাইল ও ইন্টারনেট বিল দেওয়া হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে একশনএইড বাংলাদেশের ওয়েবসাইটের এ লিংকে রেজিস্ট্রার বা লগইন করে আবেদন করতে হবে। নিয়োগ, আবেদনপ্রক্রিয়া ও পদসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য এই লিংক থেকে জেনে নিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ জুন ২০২৩।