কুমিল্লা বোর্ডে ৩৯ বছর পর ৪১ পদের নিয়োগ বিজ্ঞপ্তি, বুয়েট বা ঢাবির মাধ্যমে পরীক্ষা

কুমিল্লা শিক্ষা বোর্ডে ৪১টি পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬ষ্ঠ থেকে ১৫তম গ্রেডে লোক নিয়োগ দেওয়া হবে। ২২ সেপ্টেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম আলোসহ একাধিক জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

যেসব পদে লোকবল নিয়োগ
প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, উপসহকারী প্রকৌশলী, সহকারী ক্রীড়া কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা, সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার, ইমাম, ড্রাফটম্যান ও ইলেকট্রিশিয়ান একজন করে, ডাটা এন্ট্রি/ কন্ট্রোল অপারেটর দুজন, সনদ লেখক দুজন, গাড়িচালক তিনটি ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৪ জন।

আরও পড়ুন

আবেদনের শর্ত
আগামী ১ অক্টোবর পর্যন্ত প্রোগ্রামার পদে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫, অন্যান্য পদে ১৮-৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর পর্যন্ত।

অনলাইনে আবেদন শুরু কবে
২৬ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন শুরু। ১৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

আরও পড়ুন

জানতে চাইলে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের প্রথম আলোকে বলেন, ‘বোর্ডের ২১৯টি পদের মধ্যে ১৫৫টি পদই শূন্য। বোর্ডের ১৪ কর্মকর্তা ও কর্মচারী ২১টি শাখায় অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ৩৯ বছর ধরে নিয়োগের প্রক্রিয়া বন্ধ ছিল। আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে ৪১টি পদের অনুমোদন পেয়েছি। বর্তমানে ৬৪ কর্মকর্তা ও কর্মচারী আছেন। তাঁদের সঙ্গে যুক্ত হবেন ৪১ জন। তখন পদের সংখ্যা দাঁড়াবে ১০৫ জন। এরপরও অর্ধেকের বেশি পদ শূন্য থাকবে। ১৯৮৪ সালের পর নিয়োগ আক্ষরিক অর্থে বন্ধ ছিল। লিখিত পরীক্ষা হবে। এরপর মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত ব্যক্তিদের ডাকা হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে।’

আরও পড়ুন

আবেদন কীভাবে
৪১টি পদে আবেদনের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম পূরণসংক্রান্ত শর্তাবলি ও এসএমএসে ফি প্রদানের নমুনা পদ্ধতি কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন