ব্রুনাই নেবে ১০০ কর্মী, মিলবে থাকা ও বিমানভাড়া

মধ্যপ্রাচ্যে প্রবাসী কর্মীদের প্রচণ্ড তাপের মধ্যে কাজ করতে হয় বলে মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়প্রতীকী ছবি: রয়টার্স

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনাইয়ের বেশ কয়েকটি নির্মাণ প্রতিষ্ঠানে ১০০ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। কর্মীদের থাকা, বিমানভাড়া ও চিকিৎসা ফ্রি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাহফুজ এন্টারপ্রাইজ এসডিএস বিডিএইচে মেসন ৫ জন, পেইন্টার ২, ওয়েল্ডার ১, সিলিং ইনস্টলার ৩, প্লাম্বার ১, জেনারেল লেবার ৫, কার্পেন্টার ৩ জনসহ মোট ২০ জন কর্মী নেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন মজুরি ১৬০০ টাকা। ছায়া কাহফ এন্টারপ্রাইজে পাঁচজন কনস্ট্রাকশন ওয়ার্কার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন মজুরি ১৬০০ টাকা।

এসএম নাজিরুদ্দিন এসডিএন বিডিএইচে পাঁচজন জেনারেল লেবার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। মাসিক বেতন ৪৮,০০০ টাকা। বিএমএম এসডিএন বিডিএইচে ইলেকট্রিশিয়ান ২ জন, গ্রাস কাটার ২ জন, ট্রি কাটার ২ জন ও জেনারেল লেবার ২ জনসহ মোট ৮ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২২ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন মজুরি ১৬০০ টাকা।

আরিফদাহ কনট্রাক্টরে কনস্ট্রাকশন ওয়ার্কর ৩ জন ও ওয়েল্ডার ১ জনসহ মোট ৪ জন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন মজুরি ১৬০০ টাকা। ডাইপ এসডিএন বিএইচডিতে ৩ জন জেনারেল লেবার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন মজুরি ১৬০০ টাকা।

আরও পড়ুন

এমএস আবদুল আলিম এসডিএন বিএইচডিতে একজন মেকানিক ও পাঁচজন জেনারেল লেবার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মেকানিক পদে প্রার্থীদের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং জেনারেল লেবার পদে প্রার্থীদের বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। মেকানিক পদে মাসিক বেতন ৫৬,০০০ টাকা ও জেনারেল পদে মাসিক বেতন ৪৮,০০০ টাকা।

হারসন অ্যান্ড কোম্পানিতে দুজন জেনারেল লেবার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন মজুরি ১৬০০ টাকা। ওয়ালটিক এসডিএন বিএইচডিতে ২০ জন কনস্ট্রাকশন ওয়ার্কার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন মজুরি ১৬০০ টাকা।

ফারলি এন্টারপ্রাইজে আটজন শপ লেবার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন মজুরি ১৬০০ টাকা। ফুই চেওং ফার্মে দুজন ফারমার ও দুজন অ্যাগ্রিকালচার লেবার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন মজুরি ১৬০০ টাকা। এ ছাড়া বিপিবি কনস্ট্রাকশনে ১৫ জন কনস্ট্রাকশন লেবার নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। প্রতিদিন মজুরি ১৬০০ টাকা।

আরও পড়ুন

চাকরির শর্ত

দৈনিক আট ঘণ্টা ডিউটি। চাকরির চুক্তি দুই বছর, তবে নবায়নযোগ্য। নিয়োগকর্তা থাকা ও বিমানভাড়া বহন করবে। কর্মী নিজে খাওয়ার ব্যবস্থা করবেন। মেডিকেল, বিমা, ছুটি ও অন্যান্য সুযোগ–সুবিধা ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

সাক্ষাৎকারের সময় যা আনতে হবে

জীবনবৃত্তান্ত, মূল পাসপোর্ট ও অভিজ্ঞতার সনদ।

আরও পড়ুন

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংকে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৪।