ওয়ান ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে
বেসরকারি ওয়ান ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৮
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সদ্য স্নাতক পাস করা প্রার্থীরাও অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকলে ভালো। কল সেন্টারে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চাপ নিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে। ব্যাংকিং সফটওয়্যার পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
বয়স: ২১ থেকে ৩০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ২২,০০০ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ৮ জুলাই ২০২৩।