বিএসএমএমইউতে নবম গ্রেডে চাকরি, পদ ১৯

প্রতীকী ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের ৭ ক্যাটাগরির পদে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: মেডিকেল অফিসার (অর্থোপেডিকস)
পদের সংখ্যা: ৪টি
পদের নাম: মেডিকেল অফিসার (ডেন্টাল)
পদের সংখ্যা: ৪টি
পদের নাম: পারফিউশনিস্ট
পদের সংখ্যা: ১টি
পদের নাম: সহকারী প্রকৌশলী (বায়োমেডিকেল)
পদের সংখ্যা: ২টি
পদের নাম: প্রভাষক
পদের সংখ্যা: ৪টি (ইপিডেমিওলজি ১, রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ ১, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস ১, মেডিকেল স্ট্যাটিসটিকস ১)
পদের নাম: সেকশন অফিসার
পদের সংখ্যা: ১টি
পদের নাম: মেডিকেল ফিজিসিস্ট
পদের সংখ্যা: ৩টি

আরও পড়ুন

বেতন
সব পদের জন্য বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)।

আবেদনের প্রক্রিয়া

অনলাইনে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের নিয়ম ও শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের একই ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন
আরও পড়ুন

আবেদন ফি

পরীক্ষার ফি বাবদ পূবালী ব্যাংক লিমিটেডের যেকোনো অনলাইন শাখায় ‘রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’-এর অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড, ঢাকার শাহবাগ অ্যাভিনিউ শাখা, ঢাকার অ্যাকাউন্ট নম্বর এসটিডি-৪৩০-এর বিপরীতে ১ হাজার ২০০ টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে। ৩ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক চলাকালে আবেদনকারীরা রসিদের কপি সংগ্রহ করতে পারবেন।

আবেদনের শেষ সময়
১৩ সেপ্টেম্বর বেলা আড়াইটা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।