বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে চাকরি, শিক্ষাজীবনে দ্বিতীয় বিভাগ হলে আবেদন

মডেল: ইয়াসফি ও হাদীছবি: খালেদ সরকার

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থায়ীভাবে রাজস্ব খাতের দুটি পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ছয়জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

পদের নাম ও পদসংখ্যা

১. প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (শস্য/ মৎস্য/ কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান/ প্রাণিসম্পদ/মৃত্তিকা)

* পদসংখ্যা:

* শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানের সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিস্ট ক্ষেত্রে প্রথম শ্রেণির পদে আট বছরের অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে অন্যূন ছয়টি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

বেতন স্কেল: ৫০০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)

বয়স: ৪৫ বছর

আরও পড়ুন

২. সিনিয়র সায়েন্টিফিক অফিসার (পুষ্টি)

* পদসংখ্যা:

* শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞান বা পুষ্টিবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে দ্বিতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের সিজিপিএ থাকতে হবে।

* অভিজ্ঞতা: জাতীয় কৃষি গবেষণা সিস্টেমভুক্ত প্রতিষ্ঠানে সংশ্লিস্ট বিষয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে অন্যূন তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিস্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা। স্বীকৃত জার্নালে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন তিনটি গবেষণা প্রকাশনা থাকতে হবে।

বেতন স্কেল: ৩৫৫০০-৬৭০১০ টাকা (গ্রেড-৬)

বয়স: ৪০ বছর

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটের সেবা বক্স ‘ফরম’ থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করা যাবে।

আবেদনের শেষ দিন
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার পদে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন