পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরি, পদ ৭৭
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ৭৭ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (ওঅ্যান্ডএম/পিঅ্যান্ডএম/ইঅ্যান্ডসি)
পদসংখ্যা: ২১
যোগ্যতা: ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪–এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি জিপিএ ৫–এর স্কেলে ৩.৫০ এবং ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় ৪–এর স্কেলে ৩ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বেতন: প্রথম এক বছর প্রবেশনকালীন মাসিক বেতন ৪১,৮০০ টাকা। প্রবেশনকাল শেষে নিয়মিত হলে মাসিক বেতন হবে ৪৩,৫০০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে।
২. পদের নাম: সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা)
পদসংখ্যা: ৭
যোগ্যতা: অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজি/অ্যাপ্লায়েড ফিজিকস/ফিজিকসে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৪-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি জিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় ৪-এর স্কেলে ৩ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বেতন: প্রথম এক বছর প্রবেশনকালীন মাসিক বেতন ৪১,৮০০ টাকা। প্রবেশনকাল শেষে নিয়মিত হলে মাসিক বেতন হবে ৪৩,৫০০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে।
৩. পদের নাম: মিটার টেস্টার
পদসংখ্যা: ৪৯
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। এসএসসি ও এইচএসসি জিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং ডিপ্লোমা বা সমমান পরীক্ষায় ৪-এর স্কেলে ৩ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
বয়সসীমা: ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
বেতন: প্রথম এক বছর প্রবেশনকালীন মাসিক বেতন ১৮,৩০০ টাকা। প্রবেশনকাল শেষে নিয়মিত হলে মাসিক বেতন হবে ১৯,২২০ টাকা। এ ছাড়া বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দেওয়া হবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা টেলিটক প্রি–পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১২ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।