হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টে চাকরি, আবেদন ফি ২০০
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্পে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। তিনটি পদে মোট আটজনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউও যোগ দিতে পারবেন। ধর্ম মন্ত্রণালয়ের এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকাল পর্যন্ত আবেদন আহ্বান করা হয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
পদের নাম: কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ২
গ্রেড: ১৩
সাকল্য বেতন: ১৯,৬০০ (ঢাকা মেট্রো), ১৮,৫০০ (সিটি করপোরেশন) ও অন্য জেলায় ১৭,৬৫০ টাকা।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: ১. স্নাতক ডিগ্রি; ২. কম্পিউটার চালনার কাজে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে; ৩. যেকোনো কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র থেকে কমপক্ষে তিন মাসের কম্পিউটার প্রশিক্ষণ; ৪. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ টাইপিং গতি থাকতে হবে; ৫. ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-পঞ্চম পর্যায়’ শীর্ষক প্রকল্পে একই গ্রেডে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: ফিল্ড সুপারভাইজার
পদের সংখ্যা: ৫
গ্রেড: ১৩
সাকল্য বেতন: ১৯,৬০০ (ঢাকা মেট্রো), ১৮,৫০০ (সিটি করপোরেশন) ও অন্য জেলায় ১৭,৬৫০ টাকা।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: ১. স্নাতক ডিগ্রি; ২. মোটরসাইকেল চালনার অভিজ্ঞতা থাকতে হবে; ৩. ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-পঞ্চম পর্যায়’ শীর্ষক প্রকল্পে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদের সংখ্যা: ১
গ্রেড: ১৬
সাকল্য বেতন: ১৭,৩৪৫ টাকা।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: ১. স্নাতক ডিগ্রি; ২. কম্পিউটারে এমএস ও এক্সেলে পারদর্শী; ৩. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি ২০ শব্দ টাইপিং গতি থাকতে হবে; ৪. ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-পঞ্চম পর্যায়’ শীর্ষক প্রকল্পে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফরমে প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায়, ১/আই, পরিবাগ, শাহবাগ, ঢাকা বরাবরে আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে।
আবেদনপত্র আগামী ১ জানুয়ারি ২০২৫ সালের মধ্যে অফিস চলাকালে প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-ষষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্প হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ১/আই, পরিবাগ, শাহবাগ, ঢাকা-১০০০ ঠিকানায় জিইপি/রেজিস্ট্রি ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে ২০০/- (দুই শ) টাকা অর্থনৈতিক কোড 1350101119237-1422326 এ অটোমেটেড চালানে জমা করে চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের বিস্তারিত ও আবেদনের পদ্ধতিসহ সবকিছু জানতে এখানে ক্লিক করুন