আইইউসিএনে চাকরি, বছরে বেতন সোয়া ১২ লাখের বেশি
প্রকৃতি সংরক্ষণবিষয়ক সংস্থাগুলোর জোট আইইউসিএন বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে ইআরপি কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড সাপোর্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের আইইউসিএনের ওয়েবসাইটে লগইন করে আবেদন করতে হবে।
পদের নাম: ইআরপি কোয়ালিটি অ্যাসিউরেন্স অ্যান্ড সাপোর্ট অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: সিএস, আইটি বা আইসিটি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইআরপি সিস্টেম, মাইক্রোসফট ডায়নামিকস এনএভ ও সেরেনিক নেভিগেটরে অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা বিশ্লেষণ ও সমাধানের দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মস্থল: বাংলাদেশ কান্ট্রি অফিস, ঢাকা
বেতন: বছরে মোট বেতন ১২ লাখ ৪২ হাজার ৪৬৪ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা আইইউসিএনের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এরপর একই লিংকে Apply বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করার পর আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩ নভেম্বর ২০২২