বিসিকে ষষ্ঠ-১৪তম গ্রেডে চাকরি, পদ ৪৬

মডেল: ইয়াসফি, হাদী ও রিয়া
ছবি: খালেদ সরকার

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রাজস্ব খাতের একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই প্রতিষ্ঠানে ৯ ক্যাটাগরির পদে ষষ্ঠ থেকে ১৪তম গ্রেডে ৪৬ জনকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

  • ১. পদের নাম: প্রোগ্রামার
    পদসংখ্যা: ১ (অস্থায়ী)
    যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি-সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। কোনো সরকারি/ স্বায়ত্তশাসিত/ আধা স্বায়ত্তশাসিত/ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/ সহকারী প্রোগ্রামার/ সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অন্যূন চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর
    বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

  • ২. পদের নাম: শিল্পনগরী কর্মকর্তা
    পদসংখ্যা: ২২ (স্থায়ী)
    যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ৩. পদের নাম: সহকারী প্রকৌশলী
    পদসংখ্যা: ১৪ (স্থায়ী)
    যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

আরও পড়ুন
  • ৪. পদের নাম: ঊর্ধ্বতন সমন্বয় কর্মকর্তা
    পদসংখ্যা: ১ (স্থায়ী)
    যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ৫. পদের নাম: প্রকাশনা কর্মকর্তা
    পদসংখ্যা: ২ (অস্থায়ী)
    যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ৬. পদের নাম: সাব কন্ট্রাক্টিং কর্মকর্তা
    পদসংখ্যা: ২ (অস্থায়ী)
    যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

  • ৭. পদের নাম: ঊর্ধ্বতন ফটোগ্রাফার
    পদসংখ্যা: ১ (অস্থায়ী)
    যোগ্যতা: ফটোগ্রাফি/ অডিও ভিজ্যুয়াল যন্ত্রপাতি পরিচালনায় প্রশিক্ষণসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

আরও পড়ুন
  • ৮. পদের নাম: ফটোগ্রাফার
    পদসংখ্যা: ১ (অস্থায়ী)
    যোগ্যতা: ফটোগ্রাফি/ অডিও ভিজ্যুয়াল যন্ত্রপাতি পরিচালনায় প্রশিক্ষণসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

  • ৯. পদের নাম: কেয়ারটেকার
    পদসংখ্যা: ২ (স্থায়ী)
    যোগ্যতা: কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
    বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
    বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

বয়সসীমা
২০২৩ সালের ১ আগস্ট ২ থেকে ৮ নম্বর পদের ক্ষেত্রে সাধারণ প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি, এতিম, নারী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যের কোটার প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আরও পড়ুন

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদন ফি
অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ৭ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ৮ থেকে ৯ নম্বর পদের জন্য ২০০ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৯ থেকে ৩১ আগস্ট ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

আরও পড়ুন