ইবিএলে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে ট্রেইনি রিলেশনশিপ অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় মাসের চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সদ্য স্নাতক শেষ হওয়া প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ অনলাইন সফটওয়্যার মডিউল ও এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন: প্রথম এক বছর প্রবেশনকাল। প্রবেশনকাল শেষে পরীক্ষা ও দক্ষতার ওপর ভিত্তিতে করে নিয়োগ স্থায়ী হবে। প্রবেশনকালে মাসিক বেতন ২৮,০০০ টাকা।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ইবিএলের ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৩।