হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট নেবে রিসার্চ ফেলো, ভাতা ৩৫,০০০
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে (এইচবিআরআই) গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে নির্মাণ ও কাঠামো বিভাগের অধীন দুজন রিসার্চ ফেলো নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্ধারিত ছকে আবেদন করতে হবে।
পদের নাম: রিসার্চ ফেলো
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণি এবং স্নাতকোত্তরে গবেষণা/থিসিস গ্রুপের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: প্রার্থীর বয়স ৩১ জুলাই তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বিশেষ যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা ও বয়স শিথিলযোগ্য।
ভাতা: সর্বসাকুল্যে মাসিক ভাতা ৩৫,০০০ টাকা।
আবেদন যেভাবে
নির্ধারিত আবেদন ফরম অফিস থেকে সরাসরি অথবা এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবিসহ শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রজেক্ট অফিসার, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট।
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২২।